জাদুঘরে অন্ধকার
- কলমে-দেলোয়ার হোসেন বাবন
- অতীতের পোড়খাওয়া অন্ধকার নিয়ে
-
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জাদুঘর
-
হাড় কংকালের বাদামী ফসিল ধারণ করে।
কালের বুকে নগ্ন বিগ্রহ শিলায়
পাথুরে খোদাই করা চিত্রে দেখি
কামসূত্রের অসভ্য সংস্কৃতির শিলাচিত্র
তালপাতার পুঁথিতে সময়ের কালিতে
লেখা আছে অতীতের চর্যাপদ।
মানুষ হত্যার রক্তখেকো তীর-ধনুক
বর্শার শাণিত ফলক
এখনও চিকচিক করছে।
পাথরের শিলালিপিতে লিপিবদ্ধ আছে
অতীত কালের দুঃখ দুর্দশা
মুদ্রার এপিঠ ওপিঠে ছাপ দেয়া সময়
জানান দেয় টেরাকোটা যুগের কথা।
ধূসর অতীতের মাটির খোড়ল খুঁড়ে
তুলে আনা ঐসব প্রত্ন নিদর্শনে দেখি
বর্তমান অতীত হয়ে
জাদুঘরের অন্ধকারে ডুবে যাচ্ছে।