নতুন দিনের প্রত্যাশায়
——————————-
——–মাহফুজা পারভীন মনি
একেকটা দিন গত হয়,
আর একটা নতুন দিনের প্রত্যাশায়,
অনুভূতি গুলো মরে যায়
পাওয়া, না পাওয়ার বেদনায়!
হৃদয় যখন পিপীলিকার মতো ছোটে
ভালোবাসার আগুনে মরতে বসে, তখন
মরাটাই মূখ্য হয়ে ওঠে, নিশ্চিন্তে।
ভালোবাসি,কথাটা শোনার অপেক্ষায়
একেকটি দিন, মহাকালের মতো মনে হয়
সর্বত্রই ভয়ের জয়জয়কার,
ভালোবাসা নাকি আত্মশুদ্ধির মহা ঔষধ!
সমগ্র আকাশের নিচে একটাই ভয়,
নিজের অস্তিত্বের উপর অন্যের কর্তৃত্ব এনে দেয়।
জীবন কে দেখেছি বর্ণমালার রঙে
ভালোবাসার উপলব্ধিতে রং ছিটাই, আপন মনে।
আকাশে তাঁরা থাকলে চাঁদও ওঠে,
তাঁরা’র আলোকে বিকশিত করার অভিপ্রায়ে
ঝড়ো বাতাসে বেঁকে যায় গাছপালা
বাতাসকে ভীষণ ভয় পায় বলে!
তুমিও আমার সংস্পর্শে আসোনা,,
ভয় তোমার একটাই
যদি ভুল করে প্রেমে পড়ে যাও।