কবিতা-
” নতুন প্রভাতের অপেক্ষায় ”
কলমে-মাহফুজা পারভীন মনি
মিরপুর ডি, ও, এইচ, এস ঢাকা।
নিশুতি রাত-
গভীর থেকে – গভীর হয়
দু-চোখে মায়াময় প্রকৃতি,
চাঁদের আলো- আগের মতোই
রাতকে সাজায়-শত্রু নয়।।
ফোনটা কাছেই- বিছানায় থাকে
বারবার দেখি কটা বাজে,
এপাশ ওপাশ গড়াগড়ি করি
ঘুম হবে- ভেবেছিলাম সাঁঝে।
রাত যতই গভীর হয়,
সময়টাও যেন দীর্ঘ হয়
এমনই ঘুম জাগা ঘোর,
হৃদয়ে কেন এতো ভয়?
ভোরে পাখির কলতানে জাগি
তখনও সকাল হতে বাকি,
গুমোট বাতাস-বন্ধ দ্বোর
স্বর্ণালি প্রাতের অপেক্ষায় থাকি।।
বেলা গড়িয়ে সন্ধ্যা নামে
ঘুরে ফিরে নিশুতি রাত,
বিরক্তিকর আরেকটি রাত আসে
নিরাপদ পৃথিবী আমায় টানে।।
আবারও নির্ঘুম কাটে রাত
অসুস্থ পৃথিবীতে আমার বাস
অসুস্থ হয়ে পড়ছি আমিও
আসবে কখন নতুন প্রভাত?
সুস্থ পৃথিবী দেখার আশায়
আমি এখনও বেঁচে থাকি
সেদিন ঘুমাব স্বস্থির ঘুম!!
আসবে যেদিন নতুন প্রভাত।।
==========