কবিতা-
নিরুপমা তুমি
কলমে-এম.আর.মনজু

অবিশ্বাসের মূল কারণ,
সন্দেহ প্রবন মন-
যদিও ভুলে ভুলে কেটেছে জীবন।
জীবনের খেলাঘরে হারজিত থাকবেই;
অধরা-তুমি আবেগের বশে হারালে,
গড়লে অহমিকার পাহাড়।
বায়ু আর নিঃশ্বাস কিন্তু এক নয়,
সোডিয়াম আর ক্লোরাইড মিশ্রণে
যা হবার তাই-ই হয় জীবনের।
শেষ লগ্নে ক্লান্ত পাখি হয়ে ফিরে আসি
অনন্ত আশ্রয়ে,
ফিরিয়ে দিওনা নিরুপমা।

Parvez

By Parvez

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *