আগুনের ন্যায় তেজস্বী–
সুন্দরের সৌন্দর্যে যেন ; আলোকিত শশী।
এসেছে বাসন্তানীল হয়ে নিশারণ,
পদ্মের ন্যায় প্রফুল্ল মুখী–ইন্দীরবসান।

কুসুমবাগে কেকারব করে; ভীরব-আরবে,
এ হেন স্বর্গীয় গায়ক ;কিন্নর তবে।

তার গম্ভীর ধ্বনি ;যেন সৌদামিনী,
সুন্দরী গণের সৌন্দর্য- গর্বহারিনী।

বদনখানি স্বর্ণময় প্রদ্বীপের মত উজ্জল;রসিকা প্রণয়েণী,
এই সেই বসন্ত বিলাসিনী।
——————-
সান্ধ্য কবি–
সুলতানা রাজিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন