শরৎ মেয়ে
অবন্তী পিয়া
৫৷৯৷২০২২
ওগো শরৎ মেয়ে,
কার জন্য সেজেছো অমন অপরূপ সাজে?
আকাশ নীল শাড়িতে লাগছে তোমায় বেশ ,
শরতের এলোমেলো বাতাসে উড়ছে তোমার
দীঘল কালো কেশ।
কাশফুলের অলংকারে হয়েছো তুমি
মেঘ পরীদের রাণী,
শিউলী ফুলের নুপুর পা’য়ে
কার কারণে হয়েছে মলিন তোমার মিষ্টি মুখ খানি?
মেঘের কাজলে আঁকা দু’চোখে আঁকছো কার ছবি
আনমনে?
সে কি আসবে তোমায় নিয়ে দিতে পাড়ি সাত সমুদ্র তের নদী,
সাদা মেঘের ভেলা সাজিয়ে?
হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে গেছে কি তোমার
শাড়ির আঁচল?
অভিমানে চোখের জলে মুছে গেছে কি
মেঘের কাজল?
খোলা জানালায় দাঁড়িয়ে কার অপেক্ষায় গুনছো প্রহর?
বৃষ্টির ছোঁয়ায় ঝাপসা কাঁচে দেখছো কার মুখ
লাগছে যা ধুসর।