শিরোনামঃ সাধক
কলমেঃ নওরীন বিশ্বাস
তারিখঃ ০৫-০৯-২০২২ ইং
তোমার বুকে শায়িত মা’গো,
লক্ষ সেনা বীর।
তাদের ভালোবেসে জাগ্রত প্রাণ,
আমার জীবনের শীর।
তোমার বুকে জন্ম মা’গো,
লক্ষ মানিক রতন।
মাতৃকারের জন্য জীবন দিতে,
জাগ্রত থাকে সারাক্ষণ।
প্রহরীর মত জাগ্রত প্রাণ,
তোমাকে যাব ভালোবেসে।
মাতৃকারের জন্য জীবন দিয়ে,
যাবো আমি হেসে।
ধরনীর বুকে জাগ্রত প্রাণ,
নবযাত্রীর প্রাণের আশ্বাসে।
তোমার কূলে ঠাঁই যেন হয়,
মা’গো জীবনের নিঃশ্বাসে।
তোমার তরে মা’গো আমার,
জাগ্রত হয়েছে প্রাণের ধরণী।
মাতৃকারের জন্য গর্বিত করব
ভারতের মা-জননী।
==========