কবিতা :- ‍“ হতে চাই ফরিয়াদী ”
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা, কোলকাতা, ভারত
তারিখ :- ১৩/০৯/২০২২

বিবেক প্রহারে গিয়ে ভবপারে
নালিশ জানাবো কন্ঠ ছেড়ে-
জোরে,

বলবো বিধাতা, থেকোনা অন্ধ,
চোখ-কান আর রেখোনা বন্ধ,
পাপের পাহাড় ধ্বংস করো
ধরায় এবার এসো নেমে।

জ্বালো অনল পড়ুক বজ্র
বাজুক সত্য শঙ্খ তুর্য,
তোমার লীলায় এক লহমায়
পাপের ভার যাকনা কমে।

রক্তচোষা ভ্যাম্পায়ারের দল
করছে শোষণ, নিয়ে দলবল
জ্বালাও আগুন, ঘুরাও চক্র,
থামাও এবার ভূতের নাচন।

রক্তবীজের বংশধর ওরা
পিশাচ বিবেক বুদ্ধি হারা
সবহারাদের রুধির পিয়ে
নাচ জুড়েছে হচ্ছে মাতন।

বিশাল বপু নিয়েছে বাসা
কাম ক্রোধ, লোভ হিংসা
সহিষ্ণুতার নেই তো বালাই
কেবল খোঁজে জিঘাংসা।

প্রভু কেন দেরী, এসো ত্বরা করি
বাজাও মৃত্যুঘন্টা-রণভেরী,
নয়ন মেলে দেখবো চেয়ে
পাপীর অন্তর্জলি শেষ আশা।।
===================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *