কবিতা-
হারানো স্বাধীনতা
কলমে-মাহবুব খান
আজো রাতের আঁধারে নাকি
কাশিমবাজার কুঠি
কুটিল আলোয় ভরে যায়!
ক্লাইভের প্রেতাত্মা আলো-আঁধারীতে
বাহুলগ্না ঘসেটি বেগম
নাচে গায় পান করে
পদলেহি নষ্টদের আশিস বিলায়!
আজো পর্দার আড়ালে ভাগ-বাটোয়ারা চলে!
আজো মীরজাফর স্বপ্ন দেখে
সুবে বাংলার মসনদ তার পদতলে!
ভাগীরথী আজো শরমে কুঁকড়ে যায়
যখন স্মৃতির পাখি তার ডানা ঝাঁপটায়!
তারই সোনার সন্তান-ক্লাইভের
জুতা মোছে-সামরিক বুটে চুমু খায়!
আজো সিরাজের প্রেমিক আত্মা
চোখ মোছে বাংলার মানচিত্র জুড়ে।
আজো রুখে দিতে চায় প্রাসাদ ষড়যন্ত্র
নব্য সাম্রাজ্যবাদ যে সুরতেই আসে।
যখন দেখে স্বাধীন বাংলার সূর্য অস্তমিত প্রায়
বুড়িগঙ্গার তীরে অথবা ভগবান গোলায়।