কবিঃ রফিকুল হায়দার

তোমার উথলে পড়া সুখের পাপড়ি গুলো,
বুকের আস্তিনে ঘুমিয়েছে কত যুগ হলো;
অচেনা মন বেহায়ার বেশে খুঁজছে তোমায়,
বাহারি রংয়ের যুবতীরা খুলেছে যৌবন দ্বীপ;
তারই আলোয় সমুদ্র বিহারে হাজারো নাবিক,
পথ খুঁজতে গিয়ে পথই খুঁজে পায় স্বপ্নীল বুক;
ধ্বংস যজ্ঞের বুকে ঘুমায় তোমার লতানো বাহু,
চোখ দুটোকে রেখে দিয়েছো সুখ ভরা টেবিলে;
একবার নিজেকে একটুখানি চুপি চুপি ছুঁয়ে দেখো,
দেখতে পাবে তোমার সেই ফিনফিনে ভালোবাসা;
কচু শাকের সাথে শুটকী মাছের এক মহা-মিলন,
আহা! তোমাতে তাকাতেই আঠারো হয়ে যাই;
তোমাকে দেখলেই কোমড়ের গামছা দুলে উঠে,
ভ্যানিটির পারফিউম লাফিয়ে উঠে বুকের চৌকাঠে;
অস্থিরতার ডিগ্রি লাফিয়ে দেখে নেয় উড়ন্ত বুক,
লজ্যায় কালো ওড়না খানি কমলা নিয়ে হেসে ওঠে;
কি এক বিরহী বাক্যালাপ কেঁপে কেঁপে ঠোঁটে ঠোঁটে,
ভালোবাসা গুলো নীল হয়ে ফুটে ওঠে শিখার বুকে;
ভাবনাগুলো সুপ্ত থেকে লুপ্ত হয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়,
বলে, তোমার বুকের জমিনে লজ্যার কবর দিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *