কলমেঃ রফিকুল হায়দার
তারিখঃ ২২/১১/২১
তোমার করুণাধারা শান্তির বাণী হয়ে নেমে আসবে কবে’
প্রশান্তিতে ভরে দেবে তামাটে বিদগ্ধ লাল পেড়ে এ হিদয়;
তোমার মুষ্টি বদ্ধ নীলাভ চোখে আজো দুটো চোখ মেলেনি,
কষ্টের বাহু দুটি প্রসারিত বুকে ধাবিত হতে চায় মেঘ পানে;
বালিকা তোমারই রসালো ঠোঁট কৃষ্ণ প্রেম লীলায় টইটম্বুর,
তোমার বুকে আধো আধো বোল কি সুরের লহরী তোলে;
তুমি একবার দেখে যাও কত গুলো ক্ষত সুখের বিছানাতে,
মেঘ বালিকা! তোমার বসন ভূষণে জ্বেলে গেছে কত বসতী;
মনের মলিন দেহ তোমার সুখের পরশে পরবাসী হয়ে গেছে,
বালিকা বধু তোমার কন্ঠের মধু আর ঢেলোনা কাতর জমিনে;
কত মাসুম শিশুরা অন্ধকারে হাতড়িয়ে কেঁদে কেঁদে হয়রান,
তুমি আসবে কি? পান করাবে কি? তোমার সুগন্ধী মাখা প্রান;
তোমার বুকে ফসল ফলাতে হবে আজ তাই বৃষ্টির অপেক্ষায়,
বীজ বপনে পরিবার ব্যস্ত হলো হাতে নিয়ে হাড়ি আর কলস;
বীজ ছিটানো হতে না হতেই আকাশ হতে বৃষ্টি নামলো অঝোরে,
তুমি সহ সকলেই নেতিয়ে পড়লো হাটু জলে বীজের জমিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *