ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক (হ্রদ)-এর একটি কার্টুন থেকে ১ দিনের নবজাতক এক ছেলে সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (৩১ জাুনয়ারি) বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরীসহ পুলিশের একটি দল এ লাশ উদ্ধার করেন।
শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, বুধবার সকালে চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় কাজে গেলে লেকের পানিতে একটি কাগজের কার্টুনের মাঝে এক দিনের একটি নব জাতকের লাশ দেখে চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। এ খবরের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের উপস্থিতিতে পুলিশ পানি থেকে কার্টুন তুলার পর তার ভিতর থেকে এক দিনের একটি ছেলে সন্তানের লাশ উদ্ধার করে। শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইয়াকুব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে অবহিত করেছিলেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক(তদন্ত) অরুপ চৌধুরী লেকের পানি থেকে কার্টুন তুলার পর তার ভিতর থেকে নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করবেন।