মো জহুরুল ইসলাম। নীলফামারী জেলা প্রতিনিধি
মরণব্যধী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নীলফামারীর সদর উপজেলার গরীব, অসহায় ও মেহনতি মানুষের বন্ধু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) মোছাম্মদ জেসমিন নাহার ।
আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালে করোনার এন্টিজেন টেস্ট পরীক্ষা রিপোর্ট পজেটিভ হয়।
এবিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার অমল রায়ের সাথে কথা হলে তিনি বলেন ইউ এন ও জেসমিন নাহার আজ সকালে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে ওনি চলে যান পরে এন্টিজেন টেস্ট পরীক্ষা করে ওনার ( ইউ এন ও , জেসমিন নাহার) করোনার পজেটিভ রিপোর্ট আসে এবং তিনি বর্তমানে তার বাসায় হোম কোয়ারেন্টাইন আছেন ।
এদিকে ইউ এন ও জেসমিন নাহার এর সাথে কথা হলে তিনি বলেন আমি এখন সুস্থ আছি আর নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছি আর আমি প্রিয় নীলফামারী বাসীকে সম্মানের সাথে একটি কথা বলতে চাই যে আপনা অযথা বাহিরে ঘোরাঘুরি না করে বাড়ির লোকজনের কথা চিন্তা করে ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর প্রয়োজনের কাজে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে ঘরের বাইরে বের হবেন।