ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য রিপন জমাদ্দারের বাড়িতে ৭ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে ঘরের সিদ কেটে ঘরে ঢুকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার মা হাসিনা বেগম (৫০) কে হত্যা করে এবং বাবা জালাল জমাদ্দার (৫৫) কে কুপিয়ে জখম করে স্থানীয়রা উদ্ধার করে তাকে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা ও কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে যে রিপন মেম্বারের বাবা জালাল জমাদ্দারের ঘরে রাত দুইটার দিকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার শুনলে ঘরের পাশে থাকা তার বড় ভাই তোফাজ্জেল জমাদ্দার (৮০) ডাক চিৎকার শুরু করলে আশেপাশে থাকা তার ভাই ও স্বজনরা এগিয়ে আসে এবং এসে ঘরে ঢুকে হাসিনা বেগমকে মৃত্যু দেখতে পায় এবং জালাল জমাদ্দারকে কুপিয়ে জখম অবস্থায় তার বিছানায় দেখতে পেয়ে পরবর্তীতে তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ঘটনা জানালে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সময় জালাল জমাদ্দার ও তার স্ত্রী হাসিনা বেগম এবং তার নাতি ওই ঘরে ছিল এবং রিপন মেম্বার তার নিজ নতুন বাড়িতে অবস্থান করছিল। এদিকে ঘটনার রহস্য উদঘাটনের জন্য বরিশাল ক্রাইম সিনের সিআইডি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।