Exif_JPEG_420

মো: সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ (এনএটিপি-২) এর সি আইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃস্হপতিবার(১৩ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ৬টি ইউনিয়ের নিয়ে সিআইজি কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কাউনিয়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কল্লোল সরকারের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল কবির,
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস(অতিরিক্ত দায়িত্ব) সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল,

শহীদবাগ সি আইজি কমিটির সভাপতি আব্দুস ছামাদ, শহীদবাগ ইউনিয়ন সি আইজি কমিটির সম্পাদক তাজরুল ইসলাম, , কূর্শা ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি হেলেনা বেগম, টেপামধুপুর ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি মামুন সরকার, বালাপাড়া ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি সুভাশিনি সরকার প্রমুখ। এ সময় সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *