মোঃ আমির হোসেন
================
কাকের বড় ইচ্ছে হলো
ময়ুর হয়ে নাচবে
নিজের পালক তুলে ফেলে
ময়ুরের মতো সাজবে।
পালক যখন তুলে ফেল্লো
সবাই করছে হায় হায়
কেউ বা টিপ্পনী দেয়
সমাজে যে থাকা দায়।
কেউ বা বলছে নকল ময়ুর
কেউ বা বলছে ভন্ড
কেউ বা শালিশ বসে
দিতে চায় তার দন্ড।
কোন সমাজে পায়না ঠাই
পয়না নিজ ময়ুর গোত্রে
সব হারিয়ে কাকের দশা
পারেনা সে কাঁদতে।
কাক কখনো ময়ুর হয়না
যতই লাগায় পুচ্ছ
এসব যারা করে বেড়ায়
নয়তো তারা সুস্থ।
এমন ভুল করনা কেউ
নিজের কৃষ্টি ভুলে
কাকের দশা যেন
তোমার ছোট্ট একটি ভুলে।
সময় থাকতে সাবধান হও
বিদেশি কৃষ্টি ছাড়
নিজের টুকুন আগলে রেখে
হও যে অনেক বড়।
সংস্কৃতির আগ্রাসন আজ
সমাজের রন্ধ্রে রন্ধ্রে
হারিয়ে সব কেঁদো না কেউ
পড়না কেউ ফান্দে।