মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়নের ৩০০শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সোমবার (১২ডিসেম্বর) দুপুরে শুভগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার,শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি।
শুভগাছা ইউপি সদস্য নয়ন সরকার, জাহাঙ্গীর আলম সহ সকল সদস্য।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম,সহ-সভাপতি খোরশেদ আলম খুশু, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, শুভগাছা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন আহমদ টিপু, সাধারণ সম্পাদক সুমন মিয়া।
শুভগাছা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি তানসেন, সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন,শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, ও সেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দ।