ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বীনাপানি বাজার থেকে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে দশটায় কাঠালিয়া থানা পুলিশের একটি দল মোঃ জসিম হাওলাদার (৩৮), মোঃ মশিউর রহমান জিমি (৩৯), জিসান মাহমুদ (২৪) নামে তিন যুুুবককে আটক করে। এ সময় তাদের কাছ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃত মোঃ জসিম হাওলাদার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের রত্তন হাওলাদারের ছেলে, মশিউর রহমান জিমি বরগুনা জেলার বামনা উপজেলা সমকাল প্রতিনিধি ও কলাগাছিয়া গ্রামের এম এ মতিনের ছেলে, জিসান মাহমুদ একওই উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত মর্তুজার ছেলে ।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, জসিম হাওলাদার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ ইতোপূর্বে তাকে গ্রেফতার করার জন্য অনেক বার অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার রাত সাড়ে দশটায় বীনাপানি বাজারে বসে বামনা উপজেলার মোঃ মশিউর রহমান জিমি ও জিসান মাহমুদের কাছে ইয়াবা বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কাঠালিয়া থানার এসআই কে, এম রিয়াজ রহমানসহ পুলিশের একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।