ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম কারাগারে পরীক্ষা দিয়েছে কাশিপুর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন । সে চলতি এইচএসসি পরীক্ষায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী হিসাবে অংশ গ্রহন করেছে । নাসির হোসেন হলেন উপজেলার পশ্চিম কুটিচন্দ্রখানা গ্রামের শাহাজাহান আলীর পুত্র। তার পরীক্ষার রোল নং-৩৮৫৬০৯।
ফুলবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় গত সোমবার বিজ্ঞ আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।এতে বিপাকে পড়ে সে । পরে ওই পরীক্ষার্থী আদালতকে পরীক্ষার বিষয়টি অবগত করলে বিজ্ঞ আদালতের নির্দেশে ও দিনাজপুর শিক্ষাবোর্ডের অনুমতিক্রমে কুড়িগ্রাম কারাগারে গতকাল মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আমিনুল ইসলাম রিজু জানান, আদালতের নির্দেশে এবং বোর্ডের অনুমতিক্রমে জেলখানায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে।