ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম(প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা কারাগারে ভূরুঙ্গামারীর চিহ্নিত মাদক ব্যাবসায়ী একরামুল হোসেন এরশাদ (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুন) দুপুরের দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতির মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কারাগারের জেলার মো; আবু সাইম। তিনি বলেন, একরামুল হোসেন নামের ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে।
নিহত ওই হাজতি ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ঠেলাগাড়ী চালক শওকত আলী ছেলে। শনিবার বিকেলে ওই হাজতীর মৃতুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তাদের দাবী একরামুল এলাকার মাদক সম্রাট বলে পরিচিত।সে সবসময় মাদক সেবন করে এলাকায় মাতলামী করত।কেউ বাধা দিলে তাকে অসম্মান করে গালি গালাজ করত। নিহত একরামুলের বোন শিউলি বেগম অভিযোগ করেন পুলিশি নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিহত একরামুলের উপরে নির্যাতনের অভিযোগ সম্পর্ন মিথ্যা। এছাড়া একরামুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারী। তার বিরুদ্ধে মাদক কারবারের ৮ থেকে ৯ টি মামলা চলমান।এছাড়া কয়েক বছর পুর্বে বগুড়া থেকে মাদবদ্রব্য উদ্ধার করতে আসা পুলিশের একটি টীমকে আটক করে মারপীট করে বেঁধে রাখায় এরশাদ ও তার ভাইবোনের বিরুদ্ধে মামলাও হয়েছিল।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম আরও জানান,ভূরুঙ্গামারী থানাকে মাদক মুক্ত করতে কোন অপশক্তি মাদক বিরোধী অভিযানকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।