ঢাকা অফিসঃ
সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিশৃঙ্খল পরিবেশ তৈরীর প্রচেষ্টাকারী কারিগরি আমলাচক্রের পতন চায় বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) ও বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বপিডিপ্রপ)। গতকাল সোমবার বাপিডিপ্রকৌস কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠন দুটি যৌথ প্রতিবাদ সভায় এ দাবি করা হয়।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী মো. আব্দল কুদ্দুছ, রায়হান মিয়া, আমিনুল ইসলাম, ইউনুস আলী, রফিকুজ্জামান, বোরহানউদ্দীন, মিজানুর রহমান, এস এম আবু সায়েমসহ ডিপ্লোমা প্রকৌশলীরা।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনে প্রতিবাদ সভা করার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে জারিকৃত বিএনবিসি-২০২০ গ্যাজেট সংশোধন করে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য জোর দাবি জানান। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে যারা কৃত্রিম বাধা সৃষ্টি করছে তাদের প্রতিহত করারও ঘোষণা দেন।