ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ০১/অক্টোবর
আমরা করবো জয়, সৃষ্টির সেবায় আমরা” এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের অংগ সংগঠনের কালাই উপজেলা রবিদাস সম্প্রদায় স্বেচ্ছাসেবী সংগঠন (KRS) এর পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা রবিদাস সম্প্রদায় এর আয়োজনে শক্রবার বেলা ৩টায় কালাই ময়েন উদ্দীন সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়েতন এ পরিচিতসভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতসভায় উদ্ধোধক ছিলেন পিপি জয়পুরহাট জজ কোর্ট ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জনাব বাবু নৃপেন্দ্রনাথ মন্ডল।
শ্রী রঞ্জিত রবিদাস এর সভাপতিত্বে ও শ্রী রতন রবিদাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী আিফসার জনাব টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা,কালাই থানা অফিসার ইনচার্জ মো.সেলিম মালিক, সম্পাদক পূজা উদযাপন কমিটি জয়পুরহাট জেলা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী ও যুবলীগ জয়পুরহাট জেলা শাখা প্রভাষক সুমন কুমার মন্ডল. পূজা উদযাপন কমিটি জয়পুরহাট জেলা সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কালাই উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ মনীশ চৌধূরী। কেন্দ্রীয় আদিবাসী ফোরামের সদস্য ও নওগাঁ জেলা আদিবাসী ফোরামের সভাপতি স্বপন কুমার রবিদাস। সাংগঠনিক সম্পাদক শ্রী রবিন চন্দ্র রবিদাস।