কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভোক্তা অধিকার ও ছাত্রদের অভিযান বিপুল পরিমান মেয়াদোত্তির্ন প্যাথলোজি কিটস জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছাত্র ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে মেয়াদোর্ত্তীণ রিয়াজেন বা কিটস উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা হয়। তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ^াস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের পক্ষ থেকে দাবী করা হয় হাসপাতালের তত্বাবধায়কের শাস্তির দাবী জানানো হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযানের সময় ১১ ধরনের বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন প্যাথলোজি কিটস জব্দ করা হয়। এসব রিয়াজেন বা ওষুধ দিয়ে রোগীদের রক্ত,প্রসাবসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ যেসব রিয়াজেন বা কিটস পাওয়া গেছে সেগুলো হলো-ভেরিসল-৮৮টি পিচ, উইডাল ফাস্ট কিট-১৪পিচ,এ্যালবুমিন-১০পিচ, এইচডিএল কলেস্ট্রোল-০৫পিচ,ঐসিটিক এসিড-০৩পিচ,কিউসি সলুশন-০৪পিচ,লিইসোম্যান স্টেইন-০১পিচ, এএলপি(ডিইএ)-০২পিচ, জিইমাস স্টেইন-০২পিচ, অ্যাটোক্যাল-০২পিচ, গ্লূকোজইপ্যাপ -০১পিচ। এসব রিয়াজেন ২০২২-২৩-২৪ সালের মে মাস পর্যন্ত মেয়াদ থাকলেও সেগুলো দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহমুদুল হাসান লিমন বলেন,হাসপাতালে বিভিন্ন অনিয়ম করা হয় রোগীদের সাথে এরকম সংবাদ আমরা প্রায়ই শুনে আসছি। কিন্তু হাসপাতালের তত্বাবধায়ক এসব অনিয়মের ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নেয় না বা গুরুত্ব দেয় না। এর আগেও আমরা এই হাসপাতালে অভিযান করে নানা অনিয়ম পেয়েছি। কিন্তু বরাবরের মতো আশ^াস ছাড়া কিছু মেলে না। তাই আমরা ছাত্র বৈষম্য আন্দোলনকারীদের পক্ষ থেকে হাসপাতালের তত্বাবধায়কের শাস্তির দাবী জানাচ্ছি।
কুড়িগ্রাম ভোক্তা অধিকারের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলা বলেন, প্যাথলোজি কিটস পরীক্ষা নিরিক্ষার জন্য অপরিহার্য একটি উপাদান। আর এসব মেয়াদোত্তীর্ণ সামগ্রী দিয়েই পরীক্ষা চালানো অপরাধ। ফ্রিজে গায়ে লেখা ২০২৫সাল মেয়াদ। অথচ ফ্রিজের ভেতর থেকে এসব বিভিন্ন মেয়াদে মেয়াদোত্তীর্ণ হওয়া এসব কিটস গুলো জব্দ করা হয়েছে। আমরা আটককৃত এসব সামগ্রী নষ্ট করব।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান শিপন বলেন,তত্বাবধায়ক স্যারের নির্দেশে আমি অভিযানে এখানে এসেছি। প্যাথলোজিতে থাকা মেয়াদোত্তীর্ণ এস কিটস ভুল বশত রাখা ছিল বলে দাবী করে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন।