কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যায় টানা ১৩ দিন যাবত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বানভাসি মানুষ অনেক কষ্টে রয়েছে। এসব বানভাসী মানুষের কিছুটা কষ্ট লাঘবে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। শনিবার দুপুরে সদর উপজেলার চর সিতাইঝাড়ে ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রি তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামনুর রশীদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল -চাল ৪ কেজি,আলু ১কেজি,আধা কেজি ডাল, তেল,লবণ,খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ।
জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন ,বানভাসিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে দেওয়া হলো । যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি আছে ততদিন কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে