মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা ও কচাকাটা থানায় জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ইউনিটের সকল সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সকল সদস্যদের স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সাস্থ্যসেবা কার্যক্রমকে আরো সহজিকরণ করতে ডাটাবেইজ তৈরি কার্যক্রম শুরু।
উক্ত কার্যক্রমে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান।
কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ আখতারুজ্জামান, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: উম্মে কুলসুম থানাভিত্তিক পুলিশ সদস্যদের প্রাথমিক হেলথ চেক-আপ ও সাস্থ্যসম্পর্কিত প্রাথমিক তথ্যসমূহের ডাটাবেইস তৈরির কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন।
আজকের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন কুড়িগ্রাম, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়, টিআই প্রশাসন বানিউল আনাম।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও তাদের স্বাস্থ্য বিষয়ক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।
প্রথমে এটি ভূরুঙ্গামারী ও কচাকাটায় শুরু হলেও ধারাবাহিক ভাবে জেলা পুলিশের সকল ইউনিটে এই মেডিকেল ক্যাম্প মাসিক ভিত্তিক অনুষ্ঠিত হবে এবং সকলকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *