কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ইজিপিপি কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি। ইজিপিপি কর্মসূচির লেবার দিয়ে প্রকল্পের রাস্তায় মাটি না কাটিয়ে বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যরা তাদের খেয়াল খুশিমতো ব্যক্তিগত কাজ করিয়ে নিচ্ছে। ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টারের নির্দেশে ইজিপিপি কর্মসূচির লেবাররা চৈতারখামার খামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠভরাটের কাজ করছে। ঘোগাদহ ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জেলাল উদ্দিন ব্যাপারী ইজিপিপি কর্মসূচির লেবার দিয়ে জমির ধান কাটানো সহ নিজ বসতভিটায় মাটি কাটিয়ে নিয়েছে। সরেজমিন অনুসন্ধানে এসব ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে। এ ব্যাপারে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইজিপিপি কর্মসূচির দুর্নীতির বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিচার দাবি করেন। ইতোমধ্যে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে ঘোগাদহ ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জেলাল উদ্দিন ব্যাপারী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বিরোধী পক্ষ তাকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন।