মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে মাদক, জুয়া, জঙ্গিবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে রাতের বেলাও উঠান বৈঠক করেছেন সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার।
গতকাল রবিবার (১৪মার্চ) রাত ১১.৩০ ঘটিকায় সদরের হরিজন পল্লী (পাওয়ার হাউজ পাড়া) এলাকায় প্রায় ২০০/২৫০ জন লোকের মাঝে মাদক, জুয়া, জঙ্গিবাদ ও যৌন হয়রানি বিরোধী বিটপুলিশিং উঠান বৈঠক হয়।
উক্ত উঠান বৈঠকে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা ছাড়াও বাল্যবিবাহ, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
তিনি আরো বলেন,সদরের জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করা হচ্ছে।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মা, আওয়ামী লীগ-যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক জনাব মোঃ রুহুল আমিন দুলাল, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ হারুনুজ্জামান হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।