হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৯৩৭জন। এরমধ্যে চলতি বছরের শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ৯২০জন। অংশগ্রহন করেছে ২৫ হাজার ৪২১জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৯৯জন। উপস্থিতির হার ৯৮ দশমিক ৭ ভাগ। অনুপস্থিতির কারণ তলিয়ে দেখবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা বিভাগ।
জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম জানান, এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৯৩৭জন রেজিষ্ট্রেশন করেছে। এরমধ্যে গতবছরের অকৃতকার্য শিক্ষার্থী ৪ হাজার ১৭জন রয়েছে। এছাড়াও চলতি এসএসসি সাধারণে অংশ নিচ্ছে ২২ হাজার ৬৫জন, ভোকেশনালে ১ হাজার ৯৫৩জন এবং দাখিলে ৫ হাজার ৯১৯জন রয়েছে। জেলার ৯টি উপজেলায় ৫৭টি সেন্টারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি সাধারণে ৩৪টি কেন্দ্র, ভোকেশনালে ১২টি কেন্দ্র এবং দাখিলে ১১টি কেন্দ্র। পরীক্ষায় নকল ও অসাধু উপায় ঠেকাতে সকল ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসা এসএসসি পরীক্ষার্থী নাইমুল, হাসান তকদীর ও রাফসানজানী জানান, প্রথমদিন বাংলা পরীক্ষা ছিল। প্রশ্নপত্র তেমন কঠিন ছিল না। পরীক্ষা খুব ভালো হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঝড়ে পরেছে নাকি অন্য কোন কারণে অংশগ্রহন করতে পারেনি। সেব্যাপারে খোঁজখবর নেয়া হবে। কোন ব্যত্যয় হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।