হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং সেবা কেন্দ্রগুলিতে প্রবেশাধিকার বৃদ্ধিতে সফলতা অর্জনে বাই-মান্থলি কনসালটেশন ও ফাইন্ডিংস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিস হলরুমে মিটিংএর উদ্বোধন করেন জেলা পরিবারপরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোদাব্বের হোসেন।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ন কবির সূর্য, জেলা পরিবার পরিকল্পনা অফিসের ডা. মঞ্জুর রহমান, ডা. রিদওয়ানুল ইসলাম, ডা. শাহজাদি, বড়াইবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের স্যাকমো খায়রুল ইসলাম, সলিডারিটির সহকারি পরিচালক আলেয়া বেগম, ওয়াই-মুভস প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার প্রমুখ।
সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি-সিডা’র অর্থায়নে, প্লান ইন্টানন্যাশনাল বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটি ওয়াই-মুভস প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে কার্যক্রম বাস্তবায়ন করছে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2024/05/Kurigram-Consultation-Score-Card-Findings-Photo1-16-05-2024.jpg)