কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে টিসিবির কার্ড নবায়নের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে অনলাইনে টিসিবির কার্ড নবায়ন ৩০০টাকা করে নেবার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তবে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের দাবি এই টাকা বসত বাড়ির কর নেয়া হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,থেতরাই ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সুবিধাভোগীর সংখ্যা তি হাজার ৪১২জন। কার্ড নবায়নের জন্য গত ২০আগস্ট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সুবিধাভোগীরা কার্ড নবায়নের জন্য পরিষদে আসলে তাদের কাছে ৩০০টাকা করে দাবি করা হয়। অন্যথায় কার্ড নবায়ন হবে না বলে জানানো হয়। বাধ্য হয়েই সুবিধাভোগীরা ৩০০টা করে দেন।
সরেজমিনে দেখা যায়,পরিষদের একটি কক্ষের বাহিরে দীর্ঘ সারি মানুষের। কক্ষের ভিতর হতে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র রায়সহ কয়েকজন টাকা নিচ্ছেন। তবে কোন প্রকার রশিদ প্রদান করা হচ্ছে না।
এসময় সুবিধাভোগী মন্জুরুল ইসলাম,আইয়ুব আলী, আক্কাছ আলী, নুরুজ্জামান ফজল উদ্দিন, আজিজুর রহমানসহ কয়েকজন সুবিধাভোগী জানান, টিসিবির কার্ড নবায়নের জন্য এসেছি। কিন্তু ভোটার আইডির কপি জমা নিয়ে কার্ডে নিখিল মেম্বার স্বাক্ষর দিয়ে ৩০০ টাকা করে নেয়া হয়েছে। তবে কি কারনে নিলো সেটা তারা বলছে না। কোন রশিদও দিচ্ছে না। এ বিষয়ে আমরা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছি।
ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, অভিযাগ পেয়েছি এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।