কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও আনজুমান এ খুদ্দামুল মুসলেমীন এর উদ্যোগে কুড়িগ্রামের মোগলবাসা ও বুড়াবুড়ি ইউনিয়নের ৫ শতাধিক বন্যা দুর্গত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্ মো এমরান, এডভোকেট শহিদুল আলম রিজভী, নাইমুদ্দিন, আহাদ, সামিউল শুভ ও প্রমুখ। ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল ও চিড়া বিতরন করা হয়।