কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে প্রয়াত নারী নেত্রী ও রংপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী হাসনা চৌধুরীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী সংঘ সভাকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী। স্মরণসভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভানেত্রী নন্দিত চক্রবর্তী, উদীচীর সভাপতি নেজামুল হক বিলু, সনাক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা সিপিবির সাবেক সভাপতি ও প্রয়াতের বড়ভাই মাহবুবুর রহমান মমিন, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ আনছার, জেলা মহিলা পরিষদের সেক্রেটারি প্রতিমা চৌধুরী, জেলা সুজন সেক্রেটারি ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ ।