তৈয়বুর রহমান, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর ও খেয়ার আলগার চরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সহমর্মীতা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার আম, চিড়া, মুড়ি ও গুড়ের প্যাকেট।
শুক্রবার পোড়ার চর ও খেয়ার আলগার চরে উপস্থিত হয়ে এসব শুকনো খাবার ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।
ত্রাণ সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন সহমর্মীতা ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক খ.ম আতাউর রহমান বিপ্লব,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, সহমর্মীতা ফাউন্ডেশনের কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজী প্রমুখ।