হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
আইন শৃংখলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গিবাদ দমনের পাশাপাশি র‌্যাব সব সময় আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা মনুষ্য সৃষ্ট দুর্যোগ হোক যে কোন সংকটময় সময়ে র‌্যাব দেশের জন্য দেশের জনগনের সাথে কাজ করে। র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন আর রশিদ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের এক হাজার বানভাসী পরিবারে চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এসময় র‌্যাবের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বানভাসীদের বিনামুল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকসহ র‌্যাবের বিভিন্ন অফিসারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *