কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। ২১ অক্টোবর জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে কুড়িগ্রাম সদর ,উলিপুর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে কুড়িগ্রাম সদর, উলিপুর উপজেলায় মোবাইল কোর্টে ৩০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট ও রাজিবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট ও পাঁচজন জেলের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায়, চিলমারী ও সদর উপজেলা মিলে দশটি চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট করা হয়। উল্লেখ্য ইতিপূর্বে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী উপজেলায় মা ইলিশ রক্ষায় নদীর মাছ ঘাটে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি (৮০ টি) ইলিশ মাছ উদ্ধার করা হয়। অবৈধ জাল গুলো পুড়িয়ে মাছগুলো এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা ( ডিএফও) কালিপদ রায় এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন