কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠনের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলাল, মমিনুর রহমান মমিন, যুবলীগ নেতা রিপন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান সাগর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।