মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজঃ
সোমবার (২২ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কুড়িগ্রাম জেলায় সদ্য যোগদান কৃত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএমকে ফুলেল শুভেচছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের পিতা- মোঃ মোসলেম উদ্দিন, মাতা- মোসাঃ মাহফুজা বেগম সহ রংপুর রেঞ্জ অফিসে কর্মরত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক), মোঃ শহিদুল্লাহ কাওছার , পিপিএম (বার), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), খালিদ বিন নূর, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস), মোঃ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) শরিফুল আলম, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার টু ডিআইজি), শামীম হোসেন।
উল্লেখ্য পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, গত ০৩/০৮/২০২২ইং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী কুড়িগ্রাম পুলিশ সুপার হিসাবে জেলায় বদলির আদেশ প্রাপ্ত হন। তিনি এর আগে উপ-পরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ কর্মরত ছিলেন।সোমবার (২২ আগষ্ট) তিনি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন। এসময় কুড়িগ্রাম জেলার সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।