হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে সন্ত্রাসী কায়দায় দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জিয়া বাজারের সামনে কুড়িগ্রাম-নাগেশ^রী সড়কে ঘন্টাব্যাপী মাননববন্ধন করা হয়। পরে কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে চাল দোকান মালিকগণ পৌরসভার কাছে লিজ নিয়ে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে যুগ্ম জজ আদালত-১ এর নাজির পরিচয়ধারী জনৈক জাহাঙ্গীর আলম দেড় শতাধিক বহিরাগত লোকজন নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর মালামাল লুটপাট করে আমাদের উচ্ছেদ করে। আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডাঃ অমিত কুমার বসু ও জাহাঙ্গীর আলমের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলম ওই জায়গার মালিকানা দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে নাই। যদি প্রকৃত পক্ষে তারা মালিক হয়ে থাকে তাহলে আমাদের কোনো প্রকার নোটিশ ছাড়াই এমন সন্ত্রাসী ও লুটতরাজের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্টা অবৈধ। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।
বিষয়টি নিয়ে ব্যবসায়ী মো. আব্দুস সালাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এমন সন্ত্রাসী অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও আমরা কোনো প্রকার আইনী সহায়তা পাইনি। আমরা অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। অবিলম্বে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে ডাঃ অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আলম আমার কর্মচারি তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। যতদুর জানি পৈতৃক সুত্রে ওই জমির মালিক জাহাঙ্গীর আলম। আর এ ব্যাপারে আদালত রায় জাহাঙ্গীরের পক্ষে আছে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, আদালতের রায় ও বৈধ কাগজপত্র সূত্রে আমি ওই জমির মালিক। অন্যায় াবে জমির মালিকানা দাবি করার কোন এখতিয়ার আমার নেই।
কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।