কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
দেশব্যাপী টার্গেট কিলিং, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে সিপিবি-বাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার এলাকায় প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু, সিপিবির জেলা সাধারণ সম্পাদক নূর মোহম্মদ আনছার, বাসদের জেলা সমন্বয়ক ফুলবর হোসেন, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দেশব্যাপী ধর্মীয় নৈরাজ্য সাম্প্রদায়িক সন্ত্রাস টাগের্ট কিলিং সহ গুপ্তহত্যা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান। পাশাপাশি এ সব নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।