কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধে জেলার সকল থানা উপজেলায় যৌথ বাহিনীর টহল ও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি জামায়াতের ডাকা অবরোধের ৩য় ও শেষ দিনে কুড়িগ্রাম জেলার সকল থানা উপজেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ২নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে বাস ট্রাক পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে।
অবরোধের তৃতীয় দিনেও কুড়িগ্রামে জেলায় পুলিশ,বিজিবি র্যাব সতর্ক অবস্থানে থেকে টহল দেয়ায় জেলায় কোন প্রকার অপ্রীতিকর ভাংচুরের ঘটনা ঘটার কোন খবর পাওয়া যায়নি। পুলিশ বিজিবি,র্যাবের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি সম্পদে যাতে কেউ হামলা ভাংচুর অগ্নি সংযোগ করতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবস্থান নিয়ে যৌথভাবে দায়িত্ব পালন করছে। জেলা শহর ও থানা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা ও নজরদারী চলছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সাঈদুল আরিফ,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ইবনুল হক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করছেন।এ সময় তারা কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার আহবান জানান।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাঈদুল আরিফ জানান, বিএনপি জামাযাতের ডাকা অবরোধের সময় কেউ যাতে ভাংচুর অগ্নি সংযোগ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।