তৈয়বুর রহমান, কুড়িগ্রাম থেকে:
কুড়িগ্রামে অবশেষে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংক্ষিপ্ত আকারে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে সকালে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়।
এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পশ্চিম পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে। সারাদেশ স্বাধীন হওয়ার আগেই ৬ ডিসেম্বর কুড়িগ্রামকে গেরিলা মুক্তিযোদ্ধারা হানাদারমুক্ত করে লাল সবুজের পতাকা উড়িয়ে দেয়।
ঐদিন তরুণ মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই এর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা বিকেল বেলা বর্তমান সদর থানা সংলগ্ন পানির ট্যাংকের উপর বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা উড়িয়ে কুড়িগ্রামকে হানাদারমুক্ত বলে ঘোষণা দেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার বলেন, বাঙালি জাতি বীর মুক্তিযোদ্ধাদেরকে আজীবন সম্মান প্রদর্শন ও স্মরণ করবে।