মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা শহরের মধ্য পলাশবাড়ী খলিলগঞ্জ এলাকায় দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ অক্টোবর বুধবার রাত্রে দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে নারায়ণগঞ্জের মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম ও বাইতুল হাফিজ জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আল আমিন শেখ (দাঃবাঃ) আলোচনা পেশ করেন। বিশেষ আলোচক হিসেবে মধ্য পলাশবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আতাউর রহমান আনছারী ওয়াজ মাহফিলে তার মূল্যবান ইসলামি আলোচনা পেশ করেন। এ সময় দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।