কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে অধিক সংখ্যক উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর কুড়িগ্রাম জেলা বিসিকের আয়োজনে (৮ফেব্রুয়ারি থেকে ১৭ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ) ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপণী ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিসিক উদ্যোক্তা মেলা কুড়িগ্রাম এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) মোঃ রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বর্মান হোসেন, কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া, নাসিব কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, বিসিক কুড়িগ্রাম কার্যালয়ের উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ। ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে। বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় এবং পুরস্কার অর্জন করে। উল্লেখ্য মেলাটির শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কুড়িগ্রাম জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান।
মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল সম্মানিত নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানামাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেলক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *