ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামের দিক নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম কুড়িগ্রাম থানাধীন রায়পুর বাজারস্থ কুড়িগ্রাম টু রংপুরগামী মহাসড়কের ঢাকাগামী হানিফ বাস থেকে ভূরুঙ্গামারী থানার মইদাম গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হারুন (৩০) কে ১৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
উল্লেখ্য পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম জেলায় যোগদানের পর থেকে জেলার প্রতিটি থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।