কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও লোক-সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম। আলোচনায় অংশ নেন সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ভাওয়াইয়া গবেষক অনন্ত কুমার দেব। মুল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।
উৎসবে ১০টি স্টলে স্থানীয় পিঠা শিল্পীরা শতাধিক পদের দেশীয় পিঠা প্রদর্শন করেন। উৎসব প্রাঙ্গনে ভাওয়াইয়া গানসহ লোক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।