কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র লীগের নির্বাহী সংসদের নির্দেশনায় কুড়িগ্রামে প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ। ত্রানে সামগ্রী হিসেবে শুকনো খাবার চিড়া,মুড়ি,বিস্কুট,গুড়,চাল ডাল, লবন,পানিবিশুদ্ধ করন ট্যাবলেট,মোমবাতি,লাইটার ইত্যাদি।
সোমবার বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলাকাটার চর ও চর বড়ুয়া গ্রামে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ শরীফ, সাধারন সম্পাদক সোলাইমান গাদ্দাফী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা।
কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায়ন আমরা কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ যাত্রাপুরের দুটি গ্রামে ৫ শতাধিক মানুষের মাঝে উপহার দিতে পেরেছি। আমাদের এ ধারা অব্যহত থাকবে।