কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল গফুরের ছোট ছেলে ফরিদুল ইসলামকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ
দালতের সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

ইয়াবাসহ পুত্র ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, ‘একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মুলত ইয়াবা উদ্ধার করে। কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে প্রভাবিত হয়ে অন্যায় ভাবে আমার ছেলেকে গ্রেফতার করে। মিথ্যা উক্তিমুলে আমার ছেলের নামে মামলা দায়ের করে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির একটি চৌকষ টিম যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের পুত্র ফরিদুলের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। রোববার আসামীকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সো করা হলে বিজ্ঞ বিচারক হাজতে পাঠানোর আদেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *