হুমায়ুন কবীর সুর্য্য,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাতলামারী সীমান্ত এলাকা থেকে সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫শ’ পিচ ইয়াবা ও ৮৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এবং বৃহস্পতিবার (১৩ মে) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক সাইফুল শেখ ভারতের হাড়-সিংমারী জেলার শুকচর থানার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, উলিপুর থানার প্রত্যন্ত নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাহেবের আলগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাতলামারী গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ভারতীয় মাদক কারবারী সাইফুল শেখকে ৫শ’ পিচ ইয়াবা ও ৮৪ বোতল বিদেশী মদসহ আটক করে। পরে তার বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উলিুপর থানায় মামলা রুজু করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।