কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার সম্মানিত নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ মহোদয়কে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
জেলা প্রশাসক জনাব মোঃ সাইদুল আরীফ সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিমের স্থলাভিষিক্ত হন। তিনি ২৪ তম বিসিএস ক্যাডারের একজন সদস্য। তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। তিনি কুড়িগ্রামে যোগদানের পূর্বে সচিবালয়ের অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ জেলা প্রশাসনের সাথে পূর্বের ন্যায় পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সদাশয় সরকারের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।জেলা পুলিশ কুড়িগ্রাম তার সফলতম কর্মজীবন প্রত্যাশা করে।