এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: ০১ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার হোটেল নূর ইন্টারন্যাশনালে কৃষিবিদ সীডের রিটেইলার মিটিং স্থানীয় বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোঃ মুকুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত রিটেইলার মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সীডের সিনিয়র জেনারেল ম্যানেজার কৃষিবিদ মোঃ সাজাদ ফেরদৌস শিশির। রিটেইলার মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণচীন থেকে সরাসরি আমদানিকৃত বাংলাদেশের সেরা হাইব্রিড মোটা ধান কৃষিবিদ-১ চাষে খরচ কম ফলন বেশি তাই কৃষক চাষে খুঁশি। চাষীদের মাঝে এই বীজের ধান চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের খাদ্য ঘাটতি সমস্যা নিরসনে কৃষিবিদ সীডের কৃষিবিদ-১, কৃষিবিদ-২ এবং মাহিকো-১ হাইব্রিড ধান বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশের আবহাওয়ায় কৃষিবিদ সীডের হাইব্রিড ধানের তুলনামূলক রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় ফলন অনেক বেশি। এজন্য কৃষিবিদ সীডের হাইব্রিড ধান বীজ চাষ এবং বিক্রয়ের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ সীডের যশোর বিভাগের জোনাল সেলস্ ম্যানেজার মোঃ রাজিব খান, সেলস্ অফিসার মোঃ আব্দুস ছালাম, স্থানীয় বীজ ব্যবসায়ী মোঃ শাহিন, মোঃ টিপু সুলতান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।